মুকসুদপুরে প্রতিবেশিকে দূর্ভোগে রাখতে বাড়ির আঙ্গিনায় ডেঙ্গু চাষের অভিযোগ
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৯:২৫ অপরাহ্ন | সারাদেশ
(মুকসুদপুর, গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবেশিকে দূর্ভোগে রাখতে বাড়ির আঙ্গিনায় ডেঙ্গু মশা চাষের অভিযোগ উঠেছে। মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় রামচন্দ্রপুরের সাহেব আলী এলাকাবাসীর পক্ষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগে দেখাযায়, রামচন্দ্রপুর গ্রামের খোরশেদ মুন্সীর ছেলে ইউনুচ আলী মুন্সী দুই ঘরের মাঝে গর্ত করে সেখানে ময়লা পানি ও তার বাড়ির যাবতীয় আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করছে। যার ফলে প্রচুর পরিমাণে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে। এলাকাবাসী তাকে অনুরোধ করা সত্বেও তিনি ময়লা ফেলে যাচ্ছেন। তার ময়লার কারনে পাশাপাশি বসবাসরত সকল বাসিন্দার ক্ষতি হচ্ছে এমনকি জ্বর এবং ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী ময়লা পরিষ্কার করতে চাইলেও তিনি বাধা দেন।
একই এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা রওশন মুন্সী জানান, আমরা তার অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

